দিনের শেষে,ঘুম পাখিটা ধরতে যাওয়ার আগে,
মনটা যখন বায়না ধরে,ইচ্ছে গুলো জাগে,
যদিও জানি ইচ্ছেগুলো কভু ছাড়েনা কারো পিছু,
জীবন চাইবেই আরো বেশি, আরো বেশি কিছু ।
কেউ বলতে পারো এই সময়ে কেউ কি ভালো আছে ?
ইচ্ছে থেকে বাঁচার মন্ত্র কারোর কি জানা আছে ?
সেই ভালো, যার ইচ্ছেডানা নিজের সাথেই বাঁধা,
সেই ভালো, যার মনে নেই চাওয়া-পাওয়ার ধাঁধা ।
তবুও ইচ্ছে গুলো ছুটছে জোরে,স্বপ্নের পিছু-পিছু,
জীবন চাইছে আরো বেশি, আরো বেশি কিছু ।
আজ সকাল মানেই নতুন কোনো চাহিদার প্রজনন,
রাত্রি মানে মৃত কোনো চাহিদার কবর খনন,
বাকিটা সময় হিসাব-নিকাশ,কতটা হয়নি পাওয়া,
এভাবেই চলে ক্লান্ত সময়ে,জীবনকে কাঁধে বওয়া ।
মানুষ চাঁদে পৌছে গেলেও,আকাশ তো হয়নি নিচু,
জীবন চাইছে আরো বেশি, আরো বেশি কিছু