অনামিকা জানো,
তোমার চলে যাওয়া পথ ধরে,
আমি এখন হাটতে পারিনা.
বুকের কোথায় যেন জমাট বাধা একটু কষ্ট।
মাঝে মাঝে নিশ্বাস ফেলতেও খুব ভয় হয়
যদি তোমার রেখে যাওয়া পথটুকুতে,
আমার গরম নিশ্বাসে ফোস্কা পড়ে?
মাঝে মাঝে মনে হয় অবাধ্য তোমায়
কেন যে তখন শাসন করলাম না !
যদি খড়কুটোর মত আকড়ে ধরে রাখতাম,
পারতে কি আমায় ঠেলে ফেলে দিতে?
তুমি কি আর ফিরে আসবে
আমার কান্নার স্রোতধারার মুখে বাধ তুলে দিতে,
কপোতীর হাতের ভাজে ভাজে থাকা ভালবাসা দিয়ে…
আমায় রাঙিয়ে দিতে !