ঝড়ের শব্দ শুনবো বলেই,তোর বুকে কান পেতেছিলাম,
ঝড়ের পুর্বাভাস দেয়নি ,তোর কোনো শ্বাস-প্রশ্বাস।
তাই আজ প্রেমের পাস ফেরা,সেই চেনা বিছানায়,
তোর পাশাপাশি থেকেও, নিজেকে ফাঁকি দিতে পারিনি।
অভ্যাসের শক্ত নেশায়,
প্রেম ও ভালোবাসা কি ভুলে থাকা যায়?
ভালোবাসা কাকে বলে? জানেই না এই নেশার্ত হৃদয় ।
তাই ঝড় আসবে বলেও আসেনি,
সে ভালোবাসবে বলেও ভালো তো বাসেনি?
সব কিছুই আজ সহজ করে ভাবি,
প্রতিটা হৃদয়ের দরজায়,অভিমানের বন্ধ তালা চাবি।