খামখেয়ালীর পানসি ভেলায়
ভাসতে ভাসতে উড়নচণ্ডী
তোমার জন্য বিশাল আকাশ –
ওটাই তোমার আসল গণ্ডী ।
তোমার যে সব মনের মধ্যে
হাজার স্রোতে বাঁধ মানেনা
হয়ত কোথাও তোমার জন্য,
সে খবরও সে জানে না,
হয়ত এমন সঙ্গী কোথাও
তোমার জন্য রাতের তারা
হয়ত তোমায় সবটা বুঝেই
হয়ত ভীষণ ছন্নছাড়া ।
অপেক্ষা তাই প্রহর গোনা
না বলা সেই পাগল মনে –
কতটাই বা বলবে তুমি
বুঝবে কে বা সঙ্গোপনে ?