তোমার বসদ চারটে বাড়ির পরে
কে না যানে তোমার নানান গুণ
চাঁদ লুকানো জানলা জুড়ে মেঘ
আমার ছাদে দুচারতে ফাল্গুন ।
তোমার হাসির ঝলক ভীষণ প্রিয়
রাতবিরেতে অপেক্ষাতে থাকি
তোমার ঘরের উল্টো দিকেই আমি
মনের ভেতর মেঘ লুকিয়ে রাখি।
হঠাৎ কেমন জড়িয়ে গেলে মনে
পুটনকণা যেমন দ্বারা হয়
মেঘ রেখেছি তোমার নতুন নাম
এই কথাটা তোমার জানা নয় ।