শব্দের খোলা জানলা,
সাজানো প্রেমের পর্দায়
বয়ে যায় চেনা গতি পেয়ে
রাইমা অথবা জর্দায় ।
আল পথ ধরে হাঁটছি
আমি তোমায় নিয়েই ভাববো
তুমি কবিতায় খোঁজো প্রেম কে
আমি ঘরের ভেতর কাব্য।
তুমি শীতের সকালে বৃষ্টি,
দুপুরের চেনা স্তব্ধ
আমি আদ্যোপান্ত চাদরে
কাগজে কলমে শব্দ ।
তুমি দুপুর রাতের আবদার
কবিতা কবিতা বায়না
তোমায় নিয়েই লিখছি
তবু, কিছুই লেখা হয় না ।