একটা বেনামী কবির শব্দের মিছিলে
কিছু দুর্বোধ্য ধূসর কবিতা আসে।
আর ঘর জুড়ে ছেয়ে যায়
নিকোটিন ধোঁয়া,
অ্যাসট্রেতে জমে সিগারেট।
কিছু লেখার চেষ্টা , কিছু মননশীলতার
সেভিংস। কতটা পারে আর কতটা পারেনা
সে প্রসঙ্গ এখনও অমীমাংসিত ।
শুধু চারপাশ – ঘাট – বিছানা – সোফা কাম বেড
সমস্বরে বলে ওঠে – বুঝলে হে, এর নামই একাকীত্ব !