ফুলটি ফুটেছিল অনেক হেসে
অনেক স্বপ্ন সহ সুন্দর বেসে।
ভেবেছিল রাঙাবে ভুবন
দিয়ে তার সমগ্র যৌবন।
তবে সে স্বপ্ন থাকল পরে
যখন সেই ফুলটি গেল ঝড়ে।
করেনি কখনো তার আদর
কেউই দিল নাহ শেষের স্বল্প সমাদর।
ছিলনা নাহ কাদার কেউ পাসে।
ফুলটি আজ নদীর জলে ভাসে।
কেউ যদি করত একটু খেয়াল ওরে,
হয়ত হত না ঝড়তে তারে।
দোষ নয়তো কারো
দেখব এমন আরো।
নিষ্ঠুর বাস্তবতা যে এখন এমনই।
করেনা কেউ কারো খবর থাকুক যেমনই।