জন্মে ছিলাম বড়ো সাধ করে,
সব সুখ লুঠে নেবো মন ভরে।

তা আর হলো না।
আমি ব্যর্থ।

হঠাৎ হাতের দু-আঙ্গুলের ফাঁক দিয়ে,
জীবনটা চলে গেলো সব স্বপ্ন নিয়ে।

আজ বসে তাই ভাবি...
কি আর করব এখন আমি।

ভাবছি সব একলা বসে হেথা
মনে পড়লেই বুকে লাগে বেথা।