প্রিয় ওয়াসেনাত দীর্ঘ দিবস রজনী তোমার দৃষ্টির বাইরে
আমার অস্তিত্ব, আমার আমিটাকে সযতনে রেখেছি....
সময়ের আবর্তনে দূরের পথ পারি দিয়ে আমি নিঃসংগ
জীবন অতিবাহিত করছি।
তুমিহীন আমিটাকে কতটা জঞ্জাল মনে হয় তা বলে বোঝাতে পারবো না।
আল্লাহর অসীম রহমত আমাকে তার সান্বিদ্ধে  আবৃত রেখেছেন তাই ভালো আছি।