আমরা কেন-
সকাল বেলা ঘুমিয়ে থাকি,
কী এত কাজ?
যার কারনে রাত যে জাগি!
ভোরের বাতাস, আহ কি সুভাস!
তবে কেন একলা মনে বদ্ধ কোনে
নিজের মরণ নিজেই ডাকি?
স্নিগ্ধ আভা রবির সোভা,
অশান্ত-মন শান্তি খোঁজে ?
কিচিরমিচির পাখ-পাখালি
ভোর বেলাতেই শ্রমিক সাজে।
মোড়গ বেটায় কেমন করে
এমন জোরে এত ডাকে,
মোয়াজ্জিনের মধুর সূরে
কেমন করে ঘুম যে থাকে?
নদীর প্রেমে উদাস ক্ষণে
সাগর শ্রোতে জোয়ার আনে,
কালো মানব, হিংস্র দানব
পালায় ভোরে অমনি বনে।
শিশির ভেজা শান্ত ভোরে
নগ্ন পায়ে মগ্ন ধায়ে,
ছুটছে চাষি, সবুজ বাঁশি,
রাখাল ছুটে কেমন করে?
সাদা বকের ঝাক এলো এই
অন্ন খোঁজে,মাঠ পেরুলেই,
সাদা গোলাপ ফুটছে বাগে
উঠবোই আমি সবার আগে।