ভন্ড সাধক মাজার পরে গাঁজা টানে দেখি
নারীর মেলা কত খেলা থাকেন মাখামাখি,
সত্য ন্যয়ের সাধক যারা আল্লাহ ভীরু জন
মিথ্যাচারির দুশমন বনে কারাগার জীবন।
ভন্ড সাধক ধান্দাবাজ নিজেও সে জানে
সরল লোকের ইমান চুরি অর্থকরি আনে,
ওদের দলেই যোগ দিয়েছে ক্ষমতা বাহার
আসল সাধক কারাগারে কি বলিব আর?
সত্য কথা বলতে বাঁধা তবু লিখে রাখি
মনের মাঝে উঁকি দিয়ে স্বপ্নগুলো আঁকি,
ওরে সাধক ভন্ড খাদক করলি জীবন শেষ
রঙের জীবন বুঝবি তখন হইবি নিরুদ্দেশ।