খাই কি হুদা?  ভীষণ রকম লাগছে ক্ষুধা!

রড বালু আর সিমেন্ট খামু রাস্তা খামু বেশ
আমগো অহন খাওয়ার পালা খাইয়া করমু শেষ
রিলিপ খামু,সিলিপ খামু, খামু অটো স্টান
কর্মীরা সব বেজায় খুশি পাইছে নতুন বাপ জান!

খাই কি হুদা? ভীষণ রকম লাগছে ক্ষুধা!

চাঁদা খামু,কাঁদা খামু,খামু স্কুল ময়দান
টেন্ডার খামু, ল্যাণ্ডার খামু,খামু কবর-স্থান
মামু খাইয়া গেছে ভাইয়া থাকমু কি আর চাইয়া
পদ পাইয়াছি ! কি লাভ এত দলের দিকে চাইয়া?


খাই কি হুদা? ভীষণ রকম লাগছে ক্ষুধা !

বিচার খামু,আচার খামু,খামু বড় মালটা
ময় মুরুব্বির মাথা খামু,ছিড়ব আমার বালডা,
গাড়ি খামু,বাড়ি খামু, নদী খামু গিল্লা  
খামু রে মামু ইচ্ছামত নতুন-পুরান মিল্লা।