ছাতা ছাড়া যাও যে কোথা
রোদের তাপ যে চরম,
ফ্যানের নীচে বসো তুমি
থাকবে না আর গরম।
ইচ্ছে হলে বসতে পারো
কাঠাল গাছের তলে,
পাঁকা কাঠাল ঘ্রাণ ছড়ায়ে
খেও ইচ্ছে হলে।
ঠাণ্ডা পানি এনে দেবো
মাটির গ্লাসটি ধুয়ে,
প্রাণ জুড়ায়ে যাবে তোমার
সবুজ ঘাসে শুয়ে।
সবুজ রঙের পাতায় ভরা
হরেক রকম গাছে,
অক্সিজেনের ম্যাশিন দেখ
মাথার উপড় আছে।