প্রতিটি মূহুর্তে তোমায় ভালোবাসি আমি
আমি তোমার কাছে আসি কোথায় তুমি
তোমাকে ছাড়া আমি যে পাগল পাড়া
আমি তোমাকে চাই অপেক্ষায় থাকি তাই
আসবে তুমি ঊষ্ণ ঠোটে দেবে চুমি  তুমি
আমি একাকার আবার বারবার দিব চুমি
বউ হয়ে তুমি এলে এ জীবনে
এত ভালোবাসা জড়ালে আনমনে

তোমায় আমি জীবন থেকে বাসি ভালো
তুমি আমার দিনে রাতের প্রভাত আলো,
আমি তোমার প্রেমে তোমার জ্যামে নিরন্তর
আমি তোমার নিঃশ্বাস শুনি জাগে এ অন্তর

তুমি আমার ভোরের বাতাস  প্রাশান্তি শীতল
আমি তোমার হৃদয়ে মিশে আছি গভীর অতল
তুমি আমার সুখের ছায়া তুমি আমার কায়া
তুমি আমার একান্ত আমার অন্তিম  মহামায়া।