গল্প লিখি অল্প আমি
লিখি কবিতা ছড়া,
আমার ছড়ার ছন্দ তালে
প্রতিবাদ হয় কড়া।

আকাশ বাতাস মাটি বায়ু
লিখি যে অনেক কম,
আমার লেখায় জালিম গুলো
হারায়ে ফেলে দম।

আমার কলম সত্য লিখে
মিথ্যা ঘৃণা করে,
বাটপারি আর চাঁদাবাজি
লেখার ঝাঝে মরে।

সত্য কলম সত্য লিখে
নেয় না কোন দাগ,
অন্তরেতে মায়া অনেক
আবার কঠিন রাগ।

গল্প ছড়ার লেখনিতে
আলোর নিশান আঁকা,।
অভাব অনটন দাপিয়ে
সত্য পথেই থাকা।