সভ্যতার এই নগরীতে
অসভ্যতার মেলা,
মানুষগুলো ছন্দে নাচে
অনিশ্চিতের ভেলা।
প্রাণের ভয়ে মুখ খুলেনা
যোগ্য মানুষ জন,
অত্যাচারীর মাত্রাটা তাই
বাড়ছে প্রতিক্ষণ।
দায় এঁড়িয়ে সবাই চলে
বিদায় সত্য পথ,
মিথ্যাচারে ছেয়ে গেছে
অনিয়মের রথ।
জাগো সবাই সত্যবাদি
আর থেকো না চুপ,
মিথ্যাদমন করতে হবে
সমুদ্রে দাও ডুব।
ভয় করনা ভয় পেওনা
সত্য মহাবিশ্বময়,
সত্য দিয়ে জয় করা যায়
সত্য নিশান জগৎময়।