রিন্টু ঝিন্টু পিন্টু বাবু
এবার ভেবে কয়,
মিটিং মিছিল করে হলো
সময় অপচয়!
তা না করে যদি দিতাম
পড়াশুনায় মন
জীবন নিয়ে ভাবনা তবে
থাকতো না এমন।
নেতার পিছে ঘুরে ফিরে
সময় করলাম পার,,
গুন্ডা মাস্তান পদ পেল
আমরা কোন মাচার?
রিন্টু ঝিন্টু পিন্টু এবার
সিরিয়াস যে হলো,
নোংরানীতি ছেড়ে দিয়ে
নিজ কাজে মন দিলো।