এমন করে আবার তুমি
আসলে আমার দেশে,
নতুন করে আবার তুমি
রক্ত খাবে চুষে!
এমন করে মরে বাঁচি
আমি যে কোন দোষে,
তোমার বিরাট অট্টালিকা
আমি যাই জলে ভেসে।
এমন করে সাধু বেশে
নোংরামিটা করো!
কেমন করে জাতির বুকে
বুলেট বোমা মারো?
সিংহ যে তার স্বজাতিরে
আগলে রাখে বুকে,
বাঙালি তুমি কেমন করে
বাঙালি দাও রুখে।
দয়ামায়া নাই যে তোমার
দয়া মায়া নাই,
উপরে তোমাব রঙিন
ভেতরে কালো ছাই।