এমন সবুজ গাছগাছালি
কদিন পাবো জানি,
হারিয়ে যাচ্ছে সবুজ ছোঁয়া,
শীতলক্ষার পানি।
হারিয়ে গেল কৃষক মাঝি
ভাটিয়ালি গান,
দুচোখ জুড়ে ছিল ওরে
ক্ষেতে সোনার ধান।
হচ্ছে জমি মরুভূমি
দামের তলায় ক্ষেত,
দালাল গুলো হারামজাদা
বাড়ায় জমির রেট।
চার শতকের বিক্রি হলো
দুই নাকি তিনবার!
এমন করে বিক্রি-জমি
মালিক হবে কার?
সোনার ফলন ফলত যেথা
চিকচিকে বালি,
ওদের স্বার্থে আবাদ জমি
পুরোটাই খালি।
এমন সবুজ গালিচা আমার
নাই যে আগের মত,
কালো পানির ক্যামিকেলে
বিচ্ছিরি কী ক্ষত।
বাঁধের বাইরে সবুজ ছোয়ায়
ছিল কর্ত ঘাস
ইছা লো পুডি লো-
পায়ের তলায় মাছ।
স্বচ্ছ জলে মিশে যেতাম
সারাটা দিন বেলা,
বন্ধুগুলো কোথায় আজি
মাঠে নেই সে খেলা।
শৈশবের ওই মিষ্টি সকাল
আর ফিরে আসবে না,
আগের মত কেউ কাউকে
ভালো কি বাসবেনা?
কালভার্টের ওই উত্তর পাশে
অরণ্যতে ঢাকা
বিয়ারিং গাড়ি চালাইতাম
তিনটে শুধু চাকা,
এমন মজার দিনগুলো
হারিয়ে গেল কিসে,
সুখের ছোয়া হারিয়ে গেল
এখন বাঁচি মিছে।
রক্তে মিশে আমারি গ্রাম
আমার সোনার দেশ,
অক্সিজেনের মাত্রাটা খুব
লাগে যেথায় বেশ,
মজলিশের ওই বাগের
কোনায় কেনেল পারের রিচে,
সকাল বিকেল কাটাই দিতাম
তাল গাছেরি নীচে!
বাগ হয়েছে ভিটেবাড়ি
গাছ হয়েছে খড়ি,
পরিবেশটা নস্ট হলো
তাপদাহে মরি।