যদু বাবু মহান নেতা
হাতে ধরে পায়ে ধরে ভোট চেয়ে যায় ঘরে ঘরে
পাশে তাহার দল বলেরা গরম মাথায় ছাতা ধরে
পাঞ্জাবিটা ধুতি কাপড় কালো মাথায় সাদা টুপি
ক'দিন হলো নতুন করে তাসবিহ শুরু জপাজপি
যদু বাবু চতুর ভীষণ মাথায় ভরা জটিল বুদ্ধি
হজ্বে গিয়ে করে এলেন সে'বার মহা আত্মশুদ্ধি
উপড় মহল টেকেল দিবে নাই যে কোন চিন্তা তার
নির্বাচিনে জয় হবে সে যদিও লোকের নিন্দা ভার
যদু বাবু হয় না কাবু নাই যদিও ভোট এলাকার
নেতা পোতা খেতা দিয়া মাঠে ভীষণ চোট যে এবার
ফেস্টুন মাইক-সাউন্ড-বক্সে রাস্তাঘাটে চলেছে গান
মানব মনে ভোটের আগেই নির্বাচনের যে আজ সুঘ্রাণ
যদু বাবু পুতুল সমেত রিমোট গুরুর হাতে
যেমন করে রাখাল মশায় গরু চরায় মাঠে
প্রোগ্রামিংটা যেমন দিবে তেমন চলে গাড়ি
গোলকি বেঁধে বারের সাথে গোল তারাতারি।
নেতা পোতা সবাই মিলে শুষ্ঠু ভোটের দায়
বুথের বাইরে আলোর ধারে ভোট দিয়ে সব যায়
সুপ্ত ভয়ে চোখের কাছে ভোট পরে সব যদুর
ভালো মনের মানুষ হয়ে লাভ হলো না কদুর