তাহার কাজল কালো চোখের পাতায় বিম্বে চাহনিতে
আমি উন্মুখ হয়ে তাকিয়ে থাকি ভালোবাসার জালে
সুহাসীনির দুষ্টু হাসির আড়ালে, মিষ্টি গন্ধ নাকে ভাসে
সে যে রোজ রাত্রিদিনে আমার তৃপ্তির স্বপ্নে আসে।
তাহার বিরহে মস্তিক প্রায় অচল হয়ে ছুটে প্রান্তরে
প্রতিক্ষণ তাহারে এই বুকে ধরে রাখি গ্রহীন অন্তরে
ভালোবাসিগো তোমায় অনেক বেশি ভালোবাসি প্রেয়সী
আমার জান আমার কলিজা সম্পাবতী রূপে শ্রেয়সী।