স্বাধীনতা মানে সত্যের পথে মিথ্যার অবসান
স্বাধীনতা মানে উচ্চস্বরে মাতৃভূমির গান,
স্বাধীনতা মানে সবাই মিলে একসাথে পথ চলা
স্বাধীনতা মানে বাংলা ভাষায় প্রাণ খুলে কথা বলা।
স্বাধীনতা মানে আকাশে বাতাসে উচ্ছ্বাস বয়ে আনে
স্বাধীনতা মানে মুক্ত আমি একা ঘুরি আনমনে,
স্বাধীনতা মানে ভয়হীন মনে সারাদিন রাত বেলা
স্বাধীনতা মানে মনের আনন্দে কৃষাণের মাঠে খেলা।
স্বাধীনতা মানে রক্তচক্ষুর ধারধারি কেউ নয়
স্বাধীনতা মানে আজাদী আমি নেইকো আমার ভয়!
স্বাধীনতা মানে উড়ন্ত ঘুড়ি নাটাই সুতা নাই
স্বাধীনতা মানে আত্মমর্যাদা প্রতিক্ষণে খুঁজে পাই!
স্বাধীনতা মানে মুক্ত বায়ু নিঃশ্বাসে বিশ্বাস
স্বাধীনতা মানে ন্যায্য অধিকার রবে না রুদ্ধশ্বাস!
স্বাধীনতা মানে রেসকোর্সে মুক্তির সংগ্রাম
স্বাধীনতা মানে শোষক নিপীড়কের চুড়ান্ত অপমান।
স্বাধীনতা মানে কলম হাতে লিখব সত্য বুলি,
স্বাধীনতা মানে সন্ত্রাস চাঁদাবাজ উপড়ে ফেলিব তুলি,
স্বাধীনতা মানে বাংলাদেশ আমার অহংকার
স্বাধীনতা মানে কবি-সাহিত্যিক এদেশের রূপকার।