গণতন্ত্র সংবিধানে
       সবাই সমান কে তা মানে?  
       রাজ্য  কালোময়।

ক্ষয়ের যত ভয়
আইন-প্রশাসন রোবট বাবু
কিসের পরাজয়।

চোখের মনি চোর-জুয়ারি
মুখের ভাষা সেই বিচ্ছিরি !
   শক্তি-বিত্তময়।

যারা মিথ্যা বলে  সাঁজিয়ে
       ঝোপ বোঝে কোপ দা দিয়ে !
       কেমনে মানুষ হয়।
---------------------------------
বাবা মায়ের শিক্ষা নিয়ে
গুরুজনের দীক্ষা পিয়ে
     শ্রেষ্ঠ পরিচয়,

শান্ত ওরা দুর্বল সেজে রয়
   ওরাই দেশের উন্নয়নে
      ফলপ্রসূ হয়।

অমুক নেতার  ধারধারি  নেই
যোগ্য ওরা জাতির মনেই
  আছে আত্মপরিচয়।
     
প্রেমের ছবি আঁকেন যিনি
     সবার কথা ভাবেন তিনি,
        রাজ্য আলোকময়।