রক্ত দিয়ে কিনলাম আমি, এমন স্বাধীনতা
কষ্টে কাঁপে শহীদ আমার, ভীতে রচয়িতা!
বীরের জাতি, কাপুরুষের দল হয়েছি আজি
তালাবব্ধ জ্বালা আগুন মুক্তিযোদ্ধা সাজি!
স্বাধীনতা কয় কি তারে? দেশের মানুষ অন্নে মরে
স্বাধীনতা বলবো কারে? ভেজাল পন্য ধন্য করে,
স্বাধীনতা সুধাই বারে মুখের কথা কাইড়া নে রে
স্বাধীনতা কাগজ-করণ রাজাকারের পালটে ধরন
স্বাধীনতা মনের মতন ! জোর আছে যার করবে যখন!
স্বাধীনতা যা ইচ্ছে তা ! ইতিহাসের উলটো পাতা,
স্বাধীনতা নিজের করে কলের যাতায় চাপা পরে
স্বাধীনতা আমার কি হে? নিজের দেশে অন্য গৃহে!
স্বাধীনতা মুক্ত ছুটা,গিলিস তোরা পরের ঝুটা?
স্বাধীনতা সবার তরে, বলবো কথা উচ্চ স্বরে?
স্বাধীনতা শহীদ জিয়া, বঙ্গবন্ধু মুজিব দিয়া,
স্বাধীনতা ভাষানি ভাষণ, মেহনতী শক্তি কাকন,
স্বাধীনতা বুদ্ধিজীবী রায়েরবাজার গণকবর,
স্বাধীনতা ধর্ষিতা মা সংবাদ পত্রে কালো খবর!
স্বাধীনতা
পাকিস্তানি দালালি ছেড়ে নতুন দালাল জন্ম দেয়া
পরের জমি দখল করে ফাঁটাবাশের চিপায় নেয়া!
স্বাধীনতা
উলটো খবর ছাপায় দিয়ে,লাশ বেঁচে দিছ টাকা পেয়ে
ইনসাফি আর সত্যবাদের "জয় বাংলা" গানটি গেয়ে!
স্বাধীনতা
সত্য অধীন মিথ্যা স্বাধীন চাটুকারের টালবাহানা
তেলবাজি আর চাঁদাবাজের জন্য নতুন আড্ডাখানা!
স্বাধীনতা
নিজের জলেই বিষের ফোটা, খাসি রেখে কুত্তা কাটা দেশের তরে বললে কথা, মারিস মুখে ঝাড়ুঝাটা!
স্বাধীনতা
মেজর মেরে পুলিশ বন্ধু ফাঁসির কাষ্ঠে ঝুলে থাকা
মোল্লা ইমাম শ্রেষ্ঠ জনার সত্য সবে শেকল রাখা!
স্বাধীনতা
রমরমা সব মাদক সেবা চলছে দেখি নাকের ডগায়, রাঘব বোয়াল দেখেও যেন কি কারনে চুপ থেকে যায়!
স্বাধীনতা
ভূমি অফিস সাধারনের নিরব রেখে পকেট ফাঁকা
ঘুষ খেয়ে হুশ হয়না ওদের হচ্ছে অচল দেশের চাকা!
স্বাধীনতা
ধান্দাবাজি করবে যারা আঙুল ফুলে কলাগাছ
যন খেটে কেউ মরলে ওরে কিসে এত মজা পাস??
স্বাধীনতা
আইন আদালত ডাকাত দলের সেই মোহড়া,
নতুন কত অনিয়মে অবহেলায় খাচ্ছে ওরা।
স্বাধীনতা
মুক্তিযোদ্ধা রিক্সাচালক, রাজাকারের স্বপ্ন বোনা
ধর্ষিতা মা দেশের তরে, পতিতালয় শেষ ঠিকানা,
স্বাধীনতা
অপরাধি জামিন পেয়ে নতুন করে গুন্ডা বনে
ধর্ষণ কারীর উকিল মিলে সত্যভাষী অপমানে,
স্বাধীনতা
নগ্নতা আর সাংস্কৃতি যে ভীন্ন দেশের পণ্য কেনা
মধুর ভাষা বাংলা ছেড়ে হচ্ছে অনেক বৃটিশ সেনা!
রক্ত দিয়ে কিনলাম আমি মুক্ত স্বাধীনতা
চুপ থেকে শেষ হতে দেবনা এ দেশ আমার মাতা,
নতুন করে যুদ্ধ করে রাখাবো মাটির শান
আমার বাংলা, আমার আত্মা, আমি দেব সম্মান!!