ছন্দ ছাড়া গন্ধ ছড়ায় মন্দ!
রিতা রিচির লেখার ভাঁজে
ছন্দ তালের বাজনা বাজে,
উপস্থাপন সুন্দর ; স্বাচ্ছন্দ।

গড়াই নদী নিরবধি চলে
মনটি যে তার কত কথা বলে
নিত্য লিখে নতুন অনেক ছড়া
অন্তমিলের ঝনঝনি হয় কড়া।

রিতা রিচি আপু অনেক ভালো
ধার্মিকতায় দেয় ছড়িয়ে আলো,
মন চলে যায় গড়াই নদীর তীরে
আপুর লেখায় ছন্দ ফিরে ফিরে।