বাবু মশায় ব্যবসা করেন
বোট স্টিমার নাওয়ের,
কর্মচারি নিয়োগ দিল
ব্যবসা বাড়ান ভাওয়ের।
কর্মচারির ফায়সালাটা
চমৎকার এক হাল,
রাস্তা কেটে বানাবে নাকি
বিড়াট বড় খাল!
সেই খালেতে চলবে শুধু
বাবু মাশায়ের নাও,
নায়ের মাঝি হতে গেলে
মোটা পয়সা দাও।
নায়ের যাত্রি যারা হবেন
শুধুই বাবুর লোক,
সাধারণের লাইসেন্স থাকলে
নাই আর অভিযোগ।
রমরমা তার ব্যবসা হলো
আবার জলের তলে মাছ,
বাবু মশায়ের টাকার পাহাড়
জনগণ উপাস।