দুদিন হলো দেখি না তোমায় শুনিনা তোমার কথা,
মনে ভীষন ব্যথা আমার রইলে তুমি কোথা?
সারাটাদিন ক্ষনে ক্ষনে তুমি থাকো পাশে
আনন্দ উল্লাসে কাটাইতাম তোমায় ভালোবেসে,
হেসে তুমি বলতে কত আমায়; শত কথামালা,
তোমায় নিয়ে প্রতিচ্ছবি অন্তরে আজ জ্বালা!
দূরে তবু ছিলেম দ্বারে জুড়াইত এই বুকে
তোমায় ছাড়া আছি যেন অনেক বড় দুঃখে,
রাতের বেলা জেগেই থাকি দিবা গেল কিসে
শুন্যতা যে তোমার তরে ; তোমায় ভালোবেসে।
মিস্টি হাসি শুভাস ভাষী তোমার পানে চেয়ে
সুখেই ছিলেম কলিজা পাখি আমার বুকে পেয়ে,
মনের মানুষ প্রাণের মমি কোথায় তোমার বাস
তোমার তরে লাগছে যে আজ শুধুই হাসফাস।
দুরযন্ত্রটা নস্ট বুঝি আসো না তুমি তাই
কত দিন থাকবো একা, উপায় কি আর নাই।
কাল সকালে দেখতেম যদি বার্তা দিয়েছো তুমি
দুঃখ ভুলে নতুন করে খুশি হতেম আমি।
জান পাখিটা কলিজাটা ভালো থেকো দূরে
যেমন ছিলেম তেমন আছি শুধুই তোমার তরে!