প্রেয়সী তোমায় খুব ভালোবাসি
এই নিশিথ রাতে স্নিগ্ধ চাঁদ উঁকি দিয়ে জানালায় মিষ্টি হেসে বলে, আমার প্রশান্তি শুধু তোমার ছায়া তলে,
কতকাল দেখিনা তোমায় এমন অনুভবে তোমাকে চাই বারংবার প্রশান্তি তোমাতে মেলে।