ফটোসেশন ফটোবাজি
ফটো তুলি ভাই
চোর ডাকাতের মুখশ্রীতে
আমার ফটো নাই!
ফটো তুলি হালি হালি
ফটোর ফ্রেমে করম আলি
জাতির কাছে শিরোমনি
জালেম কিন্তু ভাই,
আমার কাছে অযোগ্য সে
মূল্য যে তার ছাই!
সাঁজি আমি নিজে ভাই
খুঁজি ভালো মানুষ তাই,
অমানুষের বিলাসিতায়
বিন্দু মোহ নাই!
ডানে বায়ে ঘুরছে মালি
সুযোগ পেলেই করতালি
শুভ্র বেসে কয়লাক্ষণি
অমানুষ একটাই,
আমার কাছে অযোগ্য সে
মেন্ডা কাঠের গাই!