অসৎ লোকের পাখা গজায় মরিবার তরে,
সত্যভাষীর দাপুটে পাখায়-
জালিম যাবে নরে।
নিন্দিত সেই পাখাওয়ালা ঘৃণ্যিত তার মুখ
পরের তরে হিংসা ঢেলে নিজে কুড়ায় সুখ!
আমার পাখায়; শাখায় শাখায় পরচ্ছবি আঁকি
নিজকে ভুলে বেজায় আমি অন্য বুকে রাখি।
আমার পাখায় বিশ্ব তুলে রাখবো আমি সদা
ধুয়ে দেবো কালো মনের যত সকল কাদা!
কঠিন হাতে করবো দমন অত্যাচারির দল
আমার পাখায় ঢেকে নেবো মাজলুম সকল!