বলতে বাঁধা অনেক কথা
চুপ করে তাই থাকি,
মনের ভেতর জমে থাকা
কষ্ট শুধুই রাখি।

অনেক মনের সঞ্চিত রাগ
নিজের মনে আঁকি,
চারিদিকে বিচ্ছিরি রূপ
আরো কি আর বাকি?

চোখে দেখে বলতে মানা
ধর্ষণ খুন-খারাবি,
দলে দলাদলি করে
দেশ বিকিয়ে খাবি।

প্রকৃতির ওই বিচার থেকে
কোথায় কে পালাবি,
অত্যাচারী হুকুমদারি
সবাই সাঁজা পাবি!