সময় যেমন যাচ্ছে কেটে
যাক না হেটে দূর-বহুদূর পানে,
আমি আমার মতই আছি; আত্ম অভিমানে।
আবেগ-অনুভূতি-মায়া
অদৃশ্য তার করুন ছাঁয়া ধ্যানে,
আমি আমার মতই ছুটি; সত্য অভিযানে।
লাভ-ক্ষতি আর লেনাদেনা
অন্যদোষে মুর্খ-মানব টানে,
আমি আমার মতই দেখি; স্বচ্ছ অভিধানে।
মানুষ খুঁজি বিবেক পুঁজি
মনের কথা মনকে বলি মানে,
আমি আমার মতই বুঝি; সভ্য অনির্বাণে।
পুর্ণ সবই প্রত্যায়নে
শেষ ঠিকানা মাটির গৃহ-বানে,
আমি আমার মতই যাবো; অবাধ ও-বিতানে।