স্বপ্ন আমার দু'চোখ জুড়ে
ফলবে সোনার ধান,
তার মাঝেই জমদুত আমার-
কেড়ে নিল প্রাণ!

কোথায় আছি
কোথায় যাবো,
কোন সে আমার দেশ?
দীগ্বিদিকে ছুটছি একা
হচ্ছি নিরুদ্দেশ!

দুপুরবেলা হয়নি আহার
হয়নি বাড়ি ফেরা ;
শেষ হয়েছে জীবনতরি,
আত্মা দেহ ছাড়া।

কোথায় ছেলে ;
কোথায় মেয়ে ;
কোথায় সাধের বউ,
সঙ্গে শুধু আল্লাহ রাসূল
আর নেই  তো কেউ !

রুপোর পটে সোনার ধানের-
কচি পাতার মত,
যায়না গোণা জীবন-মরণ
বাকী কত শত!

সেজে গুজে -
হয় না যাওয়া,
কারো নিজের হাতে
অসময়ে ফিরতে হবে
রয়েই গেলাম ক্ষেতে!!!

খাট পেতেছি ;
হাট পেতেছি;
মেলেছি মেলা,
রং ধরেছি ;
ঢং ধরেছি;
কত কি খেলা!!!

জীবন ভেলায় টান পরেছে
হয়নি  এত ভাবা!
চলে যাবো এমনে আমি
কেন এত দাবা???

মাটি আমি;
মাটির তলে ;
আমার বাড়ি হবে,
মাটির দেশে এসে-
আমি কি করিলাম তবে?

সকালবেলায় ডুবিয়ে দিলাম
ক্ষেত খানি মোর জলে,
দুপুর হলো সার দিয়েছি
তাতেই জীবন তলে!

বিকেল হলে এসে দেখি
মরে গেছি শেষে,
জীবন আমার হয়ে গেল
ষোল আনাই মিছে।

মানুষ ছিলাম লাশ হয়েছি
হিসাব নিবে কষে।।
অনন্ত কাল রবো আমি
আমার আসল দেশে।।