আমি ভীতু
বকবকানি
করতে জানি।

ফাঁকা মাঠে
ছুটছি একা
কি মানহানি!

আমার দলে
ছলে বলে
টেনে আনি।

আমার কথায়
ভয় পেয়ে যায়
গুনী জ্ঞানি!

উপড় তলার
বাবুর কথায়
পেরেশানি।

গুরুর ঢেলায়
সব অপরাধ
হচ্ছে পানি।