ভার্সিটিতে গাঞ্জা ধোঁয়া
ধর্ষণে হয় সেঞ্চুরি,
নগ্নতা ফ্যাশন হয়ে যায়
যৌনতা দেয় সুড়সুরড়!
সন্ত্রাসীদের হামলা চলে
সভ্য মতের কালচারে,
খাচ্ছে চুষে মানব সমাজ
শৃগাল ইদুর ভালচারে।
বেহায়া সংস্কৃতি মেলা
রকেট গতির আমদানি,
সভ্যতা বিকাশ ঘটিলে
নাস্তিকতার চুলকানি।
কুত্তাগুলো ধর্মতে নেই
অধার্মিক আর মস্তান,
ফিলোসফি শুন্যতা যে;
অমানুষিক গোরস্থান!
মাদকসেবি সেবা দানে-
দায়িত্বশীল হয় যখন,
জাতি পুড়ে নিত্য ঘরে
কয়লা হয় কালো রতন।
অন্ধকানা ষোল-আনা ;
জুলুম জ্বালা আর কত!
মানুষ হয়ে জন্ম নিয়ে
শূকর প্রজাতির মত।
ধর্ম সবার কর্ম সম ;
যায় কি বাঁধা কূট জালে?
সত্য প্রকাশ হয় চিরকাল
শত কঠিন জঞ্জালে।