একদা একজনা করিল অদ্ভুত পণ
কোথাও যাবেনা সে আসে যদি মরন!
মরিলে কি করিয়া করিবে দেশের সেবা,
দেশের তরে লরিবে এত কে’বা ?
ভাবিয়া যেত সারাদিন বেলা
কি করিয়া খেলা যায় ক্রিকেট খেলা
আবার অগোচরে ভাবে মনে
ব্যথা পায় যদি খেলিবার ক্ষনে!
ভাবিত সে শুয়ে বয়ে
দেশের সেবা করিব কয়ে,
একদা তাহার গিন্নির হইল কলেরা
সেবা করিতে বলিল তারে
পাড়ার সকল লোকেরা,
সে বলিল ; গিন্নির তরে যদি দেই জীবন
পারিব দিতে নাই কোন বাঁধন
কিন্তু দেশটা যে যাবে মরে,
গিন্নিতো যাবেই যাকনা কবরে
তবুও দেশের তরে কিছু যাই করে।