তুমি অচেনা অজানা মায়ার চাঁদরে,
তুমি পারো পথচলা থামিয়ে রাত-দুপুরে।
তুমি মনের কোনে গৃহবন্দি প্রেয়সি প্রেম,
তুমি শীতের ভোরে নতুন করে জেগে ওঠা সেম।
তুমি অনুভূতি ছড়ায়ে চোখের মায়ায়
তুমি সহসা তরী ভাসায়ে ভালোবাসায়,
তোমার প্রেমে মনে ছল দেখিনি কভু সহসায়
তুমি করিয়া ভ্রমন ভরিয়া দিয়াছো মূর্ছনায়।
তোমার অদৃশ্য ছোয়ায় আমি বিমোহিত
তোমার অদেখা অনুভবে আমি শুভাসিত!
এই যে তোমার পবিত্র মনে প্রতিক্ষণে
অজস্র বিন্দু সিন্ধু ভরা প্রেম নিবেদনে;
তোমারে সপিলাম ছোট্ট মনের প্রেম
জনমে বাসিবো ভালো নয় কোন গেম।