নতুন করে নতুন কত ভাবনা ছিল মনে
দুর্নীতিবাজ রুখতে হবে যেন গুনে গুনে,
আর পারি না সইতে জ্বালা মুখে দিয়ে তালা
সময় হলো! ধান্দাবাজি ছেড়ে এবার পালা।
সমাজ পতির বিচার নীতি করছে কত ক্ষতি
নষ্ট হবে আরো অনেক রাখলে ভয় ভীতি,
উচ্চস্বরে কইতে হবে বাইতে হবে নাও
নতুন করে দেশের তরে স্বাধীন গান গাও!
স্বচ্ছ চোখে দেখছি আজি কারা দেশের তরে
টাকার খনি বেগম পাড়ায় দেশ না খেয়ে মরে,
নতুন করে নতুন পাড়া আর দেব না হতে
মরলে শহীদ বাচলে গাজী কি হবে হোক তাতে।
সত্য বলেন মহান যিনি চুপ থাকে কাপুরুষ
নতুন বছর স্বপ্ন নতুন হয় না বুঝি হুশ,
দেশ না কারো বাপের ভিটা না যে স্বামির বাড়ি
কেমন করে এত জ্বালা সইতে আমি পারি।
নতুন কত চামচা দেখি অসভ্য অমানুষ
ভদ্র ভাবে বলছি কথা হয়না ওদের হুস,
দাপট চাপট ভাংবে তোদের নেতা হবে ঠিক
সুযোগ দিয়ে মাথার উপড় করিস টিকটিক।
চায়ের নামে লক্ষ টাকা চাকরি তবে হবে
মেধবিদের কস্ট তবে শুধুই বৃথা যাবে
আর হবে না এমন করে ঘুষের রাজনীতি
সত্য প্রকাশ করিস যদি না করে ভয়ভীতি।