নতুন করে ধরছে গুনে আবার নতুন কাঠে
রেডি হয়ে নামতে হবে এবার পুরাণ মাঠে !
নতুন করে হচ্ছে আবার নতুন সন্ত্রাসী যে,
নতুন করে খুব খারাপই হচ্ছে এখন বাজে!
নতুন করে অমানুষের নতুন তালবাহানা
নতুন করে নিচ্ছে ওদের নতুন যে ঠিকানা,
নতুন করে আমার দেশে বাড়ছে নতুন কানা।
সন্ত্রাসী আর কিশোর গ্যাংয়ের হচ্ছে যে আস্তানা।
আগের গুলা নতুন হয়ে করছে নতুন ফন্দি
অভিভাবক পালটে নিয়ে করছে নতুন সন্ধি,
মোটা ইনাম পকেট ভাড়ি পাইছে নতুন শক্তি
দলের গুষ্টি কিলাই মেরে চলছে নতুন চুক্তি।
নতুন করে হচ্ছে আবার নতুন চাঁদাবাজি
নতুন করে করছে ওরা নতুন কী কারসাজি
নতুন করে দেখছে সমাজ করছে পুরাণ রাজ'ই
একই কাপড় দেখছি যেন নতুন নকশা ভাঁজ'ই!
নতুন করে বলবো কত নতুন বছর এলো
নতুন করে হচ্ছে সবই নতুন এলোমেলো,
নতুন করে মিলেমিশে হচ্ছে নতুন কালো
নতুন করে আমরা সবাই কবে হবো ভালো?
নতুন করে নতুন নেতা হচ্ছে মাঠে ঘাটে
নতুন করে পুরান সমাজ উঠছে আবার লাটে,
নতুন করে মাদক সেবা হচ্ছে আগের ধাপে
নতুন পুরাণ শর্ত মেনে যাচ্ছে একই খাপে।
নতুন করে হচ্ছে আবার নতুন ফ্যাসিবাদি
নতুন করে করবে জুলুম হয়ে সাম্যবাদি,
নতুন করে কবি লেখক হবে প্রতিবাদ'ই
আমি ভীরু ! চুপ থাকি তাই অনেক লেখা বাদ'ই।