তোমরা যারা ভাবছো বসে হয়ে দিশেহারা
স্বৈরশাষক গেছে চলে আমরাই সর্বসেরা,
চাঁদবাজে আগে ছিলো কঠিন কালো লীগ
আমরা এখন সবার সেরা আমরাই যে ঠিক।

বলছি শোন চোখটি খুলে আমার কঠিন কথা
চব্বিসের এই সাধীনতা নয় যে কলাপাতা!
যারা এখন ধান্দামিতে করছো যে ছেনচুরি
তাদের হিসাব কঠিনভাবে হবে যে নেই জুরি।

স্বৈরাচারের ভূমিকাতে কেউ পাবে না ঠাই
বলছি এবার ভালোয় তোদের,দেখবি কালো ছাঁই,
মাদকসেবার সাথে যারা আছেন অবিরত
আর ক'টা দিন পরে তোদের বাড়বে ভীষণ ক্ষত।

কায়ার-ছায়ায় কেউ যদি আর জুলুমবাজি করো
নাম নিশানা মুছে দেবো পরোয়া নাই কারো,
আইন দিয়ে এই দেশ চালাবো, হুকুমদারি বাদ
নায্য অধিকারের সমাজ ; করবো চাষাবাদ।