নতুন বছর নতুন আশা
নতুন স্বপ্নচারি,
নতুন করে শিখবো আবার,
নতুন চাটুকারি?
নতুন করে খুনখারাবি
নতুন করে ধর্ষন,
নতুন করে হবে নাকি
মিথ্য গুলিবর্ষণ?
নতুন করে মিথ্যা জালে
আটবো নতুন করে;
নতুন করে গুম-পারানি
যাবে আবার বেড়ে!
নতুন করে রাজনীতিটা
করবো নতুন করে,
নতুন করে ইচ্ছেমত
আইন নেবো পাস করে!
নতুন করে বাঁচতে শিখি
মরলে কি আর হবে?
কাঁটাতারের বেড়ায় সেঁটে
পঁচবে কি আর তবে?
নতুন করে যুদ্ধ হবে
যোগান দিতে অন্ন?
মাতৃভুমি বাংলাদেশের
সাধীনতার জন্য!
সবার মুখে নতুন বছর
পুরাতন যাও ভুলে;
ইতিহাসের পুরান স্মৃতি,
সভ্য জাতির মূলে।
নতুন আলো নতুন সকাল
নতুন ভোরের পাখি,
নতুন করে সবার তরে
করবে ডাকাডাকি!
নতুন করে লিখবো আমি
নতুন কাব্য গীতি,
নতুন করে শিখবো আবার
ভালোবাসা প্রেম-প্রিতি।
নতুন করে দুর্নীতি হয়,
"পর্দা " লক্ষ টাকায়,
নতুন করে চষতে হবে
আবার রেলের চাকায়।
নতুন করে রাজাকারের
জন্ম আবার হবে;
নতুন করে শহীদ যোদ্ধা
বুয়েটের কি তবে?
নতুন করে দালাল গুলো
করবে নতুন রুজি,
রক্তচোষা জোকের মত
রক্ত ওদের পুজি।
নতুন করে অমানুষের
নতুন প্রতিচ্ছবি!
নতুন করে লিখবে সবি
নতুন অনেক কবি!
নতুন বছর নতুন ছায়া
নতুন কত মায়া!
নতুন করে বাঁচতে শিখি
ছিঃ..
আমি এক বেহায়া!
যোগ্য নেতা নতুন হবে
আমার মাটির জন্য,
নতুন করে অধিকারটা
খুজে হবো ধন্য?
নতুন করে সবার তরে
নতুন বাজেট হবে?
ধনী গরিব কেউ রবেনা
নতুন সমাজ হবে?
নতুন করে বিদ্যাঙ্গনে
নতুন ছাত্র হবে,
শিক্ষকের মর্যাদাটা
যোগ্য কি আর রবে?
মাদ্রাসাতে শিক্ষাগুরুর
যেমনটা মর্যাদা,
ভার্সিটিতে হবে কি সেই
স্বপ্নপুরণ সদা?
নতুন বছর নতুন আলো
নতুন উদ্দীপনা,
নতুন করে চাকরি খোজা
নতুন সেলারি গোনা!
নতুন করে কালোবাজারি
নতুন জালনোট,
নতুন করে ঠকাবে মানুষ
অমানুষের জোট!
নতুন করে খাবারেতে
নতুন বিষের ছিটা!
নতুন করে ভুগবে মানুষ
নিবে নতুন চিকিৎসাটা।
নতুন করে হাসপাতলে
নতুন সিজার হবে,
নতুন করে ধান্দামিটা
আরো বেড়ে যাবে।
নতুন করে ভিজিট হবে
নতুন রোগীর জন্য,
নতুন করে সেবা দিবে
নতুন মরণাপন্ন!
নতুন করে বাসের ভাড়া
বাড়বে দ্বিগুন করে,
নতুন করে পাবলিকেরা
মরবে নতুন করে!
নতুন করে বাড়বে
আবার,
নতুন পুজিবাদি,
নতুন করে মূল্যবৃদ্ধি
হবে নতুন আবাদি।
নতুন বছর নতুন করে
নতুন বিচার পতি,
নতুন করে হামলা হবে
হবে নতুন ক্ষতি।
নতুন করে চামচামিটা
করবো নতুন করে,
নিজের দেশের মাটি ছেড়ে
থাকবো বিদেশ পরে।
নতুন করে নতুন অনেক
লেখা আছে বাকি,
এতকিছু যায়না লেখা
চুপ করে তাই থাকি।।