ওই যে দূরে কোন সে সূরে
মন ঊড়ে যায় আকাশে,
দুলছে দেখ নদীর পাড়ে
কাশফুলেরা বাতাসে।

ভাসছে নদীর গভীর জলে
ইলিশ-বোয়াল  প্রাণ খুলে,
জেলেরা যায় সদলবলে
মাছ ধরে নায়ে তুলে।

পানকৌড়ি যে ডুব দিয়ে নেয়
মুখ তুলে বাইন-পুটি,
ডিঙ্গি নৌকা বড়শি ফেলে
মাছ ধরে কত ঝুটি।

লাল-নীল-সবুজ কাগজ দিয়ে
সাজানো নতুন নায়ে,
নব বধু ঘোমটা মাথায়
যায় বুঝি ওই দূর গাঁয়ে।