এখানে নিয়মহীন মৃত্যু অনস্বীকার্য !
আমি দাহ্য, রক্তে অপমৃত্যু অপরিহার্য,
আমি পুড়ে ছাই, তোর মুখে হাসি পাই
সহসা জ্বলে যাই, আমার যে কেহ নাই।
কংক্রিট পুড়ে যায়, লাশ বিদঘুটে ক্ষত
শ্রেষ্ঠ প্রাণের মূল্য যে কত, এ কি উন্নত !
কত অঙ্গার দেহ, ঝলসে পোড়া ছাই
স্বযতনে কোলে শিশু, মা ও বেঁচে নাই।
অপরাগতা, অযোগ্যতা, অমানুষিক ব্যবস্থায়
আরো তাজা প্রাণ ঝড়ে যাক, সেই অপেক্ষায়,
আর কত কি ছিঃ! রাজুকের দুর্বার দুর্নীতি
অনিয়ন্ত্রিত ক্ষমতার দাপটে নির্ভার অ-ভীতি।
বেইলি রোডের রঙিণ ঝলমলে লোকারণ্য
অনিমেষে শুষ্ক ; কালো ধোঁয়ায় পরিপূর্ণ!
স্বচ্ছতার জালে; অস্বচ্ছ নীরব হত্যা বিদুর
স্বজনহারা চিৎকারে আমি বিমূর্ত বিমুঢ়!
আমি নির্বাক অসহ্য জালায় জ্বলে যাই
অনিয়ম অভিবাসী, আমার বোন-ভাই,
আমার প্রেয়সী সন্তানের; শব হাড় জ্বলে
অধম আমি অরাষ্ট্রে জঞ্জালের অনলে।
অমরণ নিশোক নির্মম কঠিন মরার মত
অর্ধপোড়া বোনটি মরে গেলেই ভালো হত!
আমি শেষ কার পানে চাহি, আশ্রয় করিব!
মোড়কে মোড়ানো অপরাধি কেমনে ধরিব?
এখানে ব্যবধান যারা ছড়ায় পূর্ণ তালে
তাদেরই জয়গান গুরু, কি তব ভালে!
এখানে কোটি মানুষের কান্না ভাসে জলে!
তবু সিংহাসনে সমাসীন; কি আর টলে?