পুরুষ মরে একবার কাপুরুষ মরে বহুবার!
মহাপুরুষের মরণ নেই; জেগে ওঠে বারবার।
কখনো সংগ্রামে সংঘাতে রণক্ষেত্রে সংসদে,
বইয়ের পাতায় স্বর্ণাক্ষরে দীপ্তময় মসনদে।
কাপুরুষ ভয়ে মরে ; নিন্দিত নরকের দুয়ারে,
প্রতিক্ষণ মানুষ লয় তার নাম; তীব্র ঘৃণা ভরে!
শুন্য অন্তরে প্রকাশ্য সন্মান, মেকি সহসা ঢেউ,
অন্দরে সত্য ভালোবাসা; মিথ্যা আঁটে না কেউ।
মহাপুরুষ কখনো কারাগার নেয় ভালোবেসে,
কষ্টে কাটায় জীবন; যায়না মিথ্যার আপোসে!
নিরবে সত্য পুঁজি করে ; দুর্দম সাহস তার বুকে,
কেউ নাই কভু কোন কালে; তাঁরে দেয় ঝুকে।
কাপুরুষ হিংসার অতলে ডুবে,জ্বলে পুড়ে মরে,
অনিয়ম অগোচরে ;নিশিথ আধারে আঘাত করে,
মরণের ভয়ে অর্ধ বাঁচে, কাপুরুষ ধায় অভিশাপে!
করুণ পরাজয় ;স্বমূলে ধবংস ঘটে; সমষ্টি পাপে।