আমার হৃদয় প্রশস্ত; উদার করে দাও
আমি সবারেই যেন সম ভালোবাসি,
আমি আমার চেয়ে পরের তরে
যেন বেশি হাসি।
আমারে শীতল ; কোমল করে দাও
আমি সবার শান্তি বার্তা বহি,
আমার প্রবালদ্বীপ সবার
কান্না অশ্রু সহি।
আমারে শত জ্বালা ঢেলে দাও
আমি পরের সুখে বাঁচি,
আমার শান্তি বিলায়ে
মন সুখে নাচি।
আমারে নীরব;নিরর্থ করে দাও
আমি ওদের স্বপ্ন আঁকি,
আমার নিদ সঁপিয়া
শত মায়া রাখি।
আমারে কঠিন; অনড় করে দাও
আমি রুখি ঝড়ের গতি,
আমার প্রাণ উল্লাসে-
সাম্য আলোক জ্যােতি।
আমারে নরম; নিঃশব্দ করে দাও
আমি সবার দুঃখ বুঝি,
হিংসা-বিবাদ মিটায়ে
ভীন্ন সমাজ খুঁজি।।