নারী তুমি রুপে বাহারি পুরুষের চোখে
তোমার সুন্দর তম অবয়ব অকৃতিম মায়া
তোমার ওষ্ঠযুগল ভরা হাসির জোয়ারে
তারে জড়ায়ে তোমার আপন রোখে।
নারী তুমি পুরুষের ভালোবাসা জালে
তোমার মোহনীয় গোপনীয় মৃদু ছায়া
তোমার বক্ষে জগতের শান্তি মহামায়া
লুটায়ে তারে তোমার বৃত্ত-অন্তরালে।
চোখে তোমার ছলনা ভরা হাসি কান্না
কান্নার পরেও তুমি যাও হেসে ভালোবেসে,
তুমি নিঃশ্বাসে বিশ্বাসে সদা প্রিয়তমা মুখ
তোমার সিক্ত কোমল মায়ায় জুড়ায়ে বুক।
তোমার কন্ঠে শীতল হয় পুরুষের প্রাণ
পুরুষের শিরা উপশিরায় তোমার টান
পুরুষ নিঃশেষ করে নারীমান অভিমান
তুমি নারী স্রষ্টার শ্রেষ্ঠ উপহার কৃপা দান।