কাচ্চু ওরে হাসালি মোরে
মুর্খ জাহেল অমানুষ,
আমার শক্তি কলম-কালি
চাপাবাজের মন বেহুশ।
শক্তি দিয়া সাহস দিয়া
ন্যায় করি যে কার্যকর,
তুই নালায়েক ফাঁপরবাজ'ই
অন্ধ-কালা স্বার্থপর।
ওরে তোরা ধর্মওয়ালা!
আল্লাহ করিস অস্বীকার।
শুদ্ধ-হালাল প্রণয়-প্রেমে
করতে বেহুশ অবিচার।
তোদের মুখে ঝাড়ুঝাঁটা
অভিশাপের মূত্রদ্বার,
মানব খোলস গায়ে দিয়ে
অমানুষি কত আর!
সাচ্চু ওরে ভাবালি মোরে
তুইও দেখি অশুদ্ধ,
লেবাস গায়ে মোল্লা-হুজুর
রাসূলগণের বিরুদ্ধ।