তোর নামের পাশে হাজী লিখিস
পাজি হলি কেন?
উপড়ে তোর সাদামাটা
ভেতরে হারিকেন!
তুই বেশভূষাটা এমন ধরিস
যেন মুয়াজ্জেন!
নেশাই তোর পেশা যখন
লুকোচুরি কেন?
সন্ত্রাসই তোর আড্ডাখানা
বলবো কি আর বলতে মানা,
ফেমাস হতে নামকামাতে
এত কেন টালবাহানা??
ওরে ধরিস ওরে মারিস
কত কিছু তুই যে পারিস,
নীতি বাদের হুজুর সেজে
কেন রে তুই এত বাজে??
সরসে যদি ভুতই থাকে
ভুত তাড়াবি কেমনে কাকে?
এত কেন নাটকবাজি
যেমন খুশি তেমন সাজি!!