এক যে ছিল মহারাজা
মনটা অনেক বড়,
জীবের চেয়ে মায়া বেশি
দেখলে কোন জড়।
রাজার দেশে প্রজা হলো
ইট-পাথর আর বালি,
মহৎ রাজার প্রাণ ভরে যায়
বাজালে হাততালি।
রাজার মনে এত দয়া
দেয় না কাউকে সাজা,
চোর-ডাকাত তাই নিরাপদে
ধুমছে টানে গাঁজা।
রাজার রীতি মহান প্রীতি
সত্য বলা মানা,
তবে তাহার দণ্ড দ্বিগুণ
জীবন কয়েদখানা।
মহা রাজা ! বাহ বাহ আহা
আনন্দ যে কত,
মানুষ ছাড়া রাজ্য যে হয়
প্রমান দিলেন শত।